নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক নেতা ইউসুফের কুলখানি পালিত

388

মিরর প্রতিনিধি , নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ কেন্দ্রিয়   বাসষ্ট্যান্ডে পরিবহন শ্রমিক নেতা ইউসুফের কুলখানি পালিত আজ শনিবার  পাালিত হয়েছে। জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের নেতা ইউসুফ আলীর কুলখানি উপলক্ষে না.গন্জ মহানগর পরিবহন শ্রমিকদলের উদ্যেগে আজ কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন না.গন্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, আরো উপস্থিত ছিলেন মহানর শ্রমিক দলের আহবায়ক মোঃআসলাম,জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃনাসির,শ্রমিক নেতা মোঃসেলিম,মোঃবিল্লাল হোসেন,মোঃজামাল প্রমুখ।