সিআইডি’র হাতে গ্রেপ্তার তিতাসের সেই ৮ কর্মকর্তা জামিন পেয়েছে

430

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :

গ্রেফতারের ২ দিনের মাথায় ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত তিতাসের ৮ কর্মকর্তার জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার সিনিয়র জুডিশিয়াল আফতাবুজ্জামানের  আদালত এ জামিন মঞ্জুর করে।

এসময় আসামী পক্ষের আইনজীবী ছিলেন- এ্যাড.সুলতান মাহমুদ। তিনি জানান, তিতাসের ৮ কর্মকর্তা ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন পেয়েছেন।

এরআগে, গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিআইডি ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

জামিনপ্রাপ্ত তিতাসের ৮ কর্মকর্তা হলেন- তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী(৩৪), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার(৩২), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের প্রকর্মী মো.ইসমাঈল প্রধান(৪৯), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সাহায্যকারী মো.হানিফ মিয়া(৪৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সিনিয়র উন্নয়নকারী মো.আইয়ুব আলী(৫৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপনন অফিসের সিনিয়র সুপারভাইজার মো.মনিবুর রহমান চৌধুরী(৫৬)।