আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

505

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
হেফাজতে ইসলামের আমীর মরহুম আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারকৃত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে দুই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনের নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা
মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত আহলে সুন্নত ওয়াল জামাআতে ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতী মুহাম্মদ আলী আকবরের নেতৃত্বে সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ সমাবেশ করেন তারা। এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মুফতি জিহাদীকে মুক্তি না দিলে রেলপথ, সড়ক পথ ও নৌপথ অবরোধের হুশিয়ারী দিয়ে লিংক রোড ছেড়ে দেয় তাঁরা
এর আগে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে চাষাঢ়ার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে তাঁরা। এরপর মিছিল নিয়ে নতুন কোর্টের সামনে গিয়ে দুই ঘণ্টা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করে তাঁরা। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তাদের এই অবরোধের ফলে লিংক রোডের পুরো নারায়ণগঞ্জ শহর যানজটে পরিণত হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে যান বিভিন্ন যান চলাচলে যাতায়াতকারী সাধারণ মানুষজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ঘটনাস্থলে ফতুল্লা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও প্রথমে তারাও ব্যর্থ হয়। পরে নেতাদেরকে বুঝিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
গত ২০ সেপ্টেম্বর ডিজিটাইল নিরাপত্তা আইনে আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ। এর আগে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সেক্রেটারী মুফতি হারুনুর রশিদ ৪ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন ।