শিক্ষাখাতে পল্লীবন্ধুর উন্নয়নের ইতিহাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে :সুমন বড়ুয়া

476

মিরর প্রতিনিধি চট্রগ্রাম :

জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্র সমাজ নেতা সুমন বড়ুয়া বলেছেন, শিক্ষাখাতে পল্লীবন্ধুর উন্নয়নের ইতিহাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এখাতে তাঁর নেয়া পদক্ষেপগুলো শিক্ষার উন্নয়ণে কতটা কাজে লেগেছে তা তুলে ধরতে হবে।

মঙ্গলবার  সকালে মুরাদপুর হোটেল জামান অডিটোরিয়ামে ছাত্রনেতা মো. শাহাব উদ্দীন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঁচলাইশ থানা ছাত্র সমাজের মতবিনিময় ও কর্মী সভায় তিনি এসব কথা বলেন। সুমন আরো বলেন, পল্লীবন্ধু সম্পর্কে বিরোধীদের মিথ্যা প্রচার-প্রচারণার জিঞ্জির ভেঙ্গে দিতে হবে। পাল্টে দিতে হবে গেলো প্রজন্মের ধারণাও। তা করতে হলে ছাত্রসমাজের নেতাকর্মীদের হতে হবে ঐক্যবদ্ধ। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর ছাত্র সমাজ নেতা আবু হানিফ নোমান, আবু হাসান, বাপ্পি আহমেদ, আরাফাতুল আলম কচি। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নিশাণ চৌধুরী, মিনহাজুল আবেদীন মারুফ, আরিয়ান হোসেন তুষার, মহিউদ্দিন আলম, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ বাবু, আানিসুর রহমান, জাবেদ হোসেন, কাজেম উদ্দীন, নুরুল ইসলাম, জমিরুজ্জামান জনি, মো. বাদশা, আরিফ হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধুর ৯ বছরের শাসনামলে ছিলো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সোনালী সময়। ওই সময় যে উন্নয়ন হয়েছিলো, তা পরবর্তী কোনো সরকার করতে পারে নাই। তাই বর্তমান প্রজন্মের কাছে জাতীয় পার্টির সোনালী সময়ের ইতিহাস তুলে ধরতে জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান ছাত্রনেতারা। সভা শেষে সাহাব উদ্দিন হৃদয়কে আহবায়ক ও নিশান চৌধুরীকে সদস্য সচিব করে ৩১ সদস্যের জাতীয় ছাত্র সমাজ পাঁচলাইশ থানা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।