সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন পালি 

425

এস এস মনির হোসেন ,    সোনারগাঁও :

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য, জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন কেক কেটে পালন করা হয়েছে।

সোমবার  সন্ধা ৬ টার দিকে উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় অবস্থিত জেলা অডিটোরিয়ামে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জতীয় পার্টি নেতা ফজলুল হক মাস্টার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সোনারগাঁও থানার তদন্ত ওসি শরিফ, মোহাম্মদ আলী মেম্বারসহ জাতীয় পার্টি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।