নারায়ণগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে সহায়তা

429

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের সদস্য মারা যাওয়া ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ৪ টি সম্মিলিত সংগঠন।

রোববার বিকেলে ১৩ নং ওয়ার্ডের বালুর মাঠ এলাকায় এক অনুষ্ঠানে ২০ টি পরিবারকে সহায়তা করা হয়। এসময় ১১ টি পরিবারকে সেলাই মেশিন, ২টি পরিবারকে হুইল চেয়ার, ৫ জন যুবককে ফুড পান্ডায় কাজ করার জন্য সাইকেল দেয়া হয় এবং দুটি পরিবারের দুইজন মেয়ে সন্তানের আজীবন লেখাপড়ার খরচের দায়িত্ব নেয়া হয়।

এতে সহায়তা করা ৪ টি সংগঠন হলো- টাইম টু গিভ, টিম খোরশেদ, হেল্প দ্যা ওয়ান নিড, টিম কুইক রেসপন্স ১২।

৪টি সংগঠনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় এ সহায়তা করা হয়।

টিম খোরশেদের সমন্বয়ক ও নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্রীড়া সংগঠক কে ইউ আকসির। উপস্থিত ছিলেন, জেলা পিপি এডঃ ওয়াজেদ আলী খোকন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম, ব্যবসায়ী ববি, আরাফাত আহম্মেদ রাজীব প্রমুখ।