আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল সর্ববৃহত বাহিনী: নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট

1271

মিরর প্রতিনিধি,  নারায়ণগঞ্জ :

আনসার ভিডিপির নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট মকসুদ রসুল বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল ও সর্ববৃহত বাহিনী। এই বাহিনীতে অংশ গ্রহন করে অনেক কিছুই অর্জন করা সম্ভব হয়। যেমন এই বাহিনীতে উন্নত মানের পেশাভিক্তিক ও কারিগরি প্রশিক্ষন রয়েছে। তাই নিজেকে আর্তনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারেন বাহিনীর সদস্যরা।

রোববার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মধ্যধর্মঞ্জ গ্রামে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে অস্ত্র বিহীন গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্ভোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত থেকে সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার অজিত কুমার দাস বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সপ্ন পুরনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও সঙ্গে আছেন। গ্রামগঞ্জের প্রতিটি ওয়ার্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করছেন। অপরাধ দমন ও জানমালের নিরাপত্তায়ও আমরা আছি তৎপর। এসময় উপজেলা প্রশিক্ষক,প্রশিক্ষিকা, ইউনিয়ন দলপতি, দলনেত্রিরা উপস্থিত ছিলেন।