পাপুলের স্ত্রী-শ্যালিকা ও মেয়ে আগাম জামিন আবেদন

393

মিরর বাংলাদেশ : অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার অভিযোগে দুদকের করা মামলায় কুয়েতে গ্রেপ্তারকৃত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী-শ্যালিকা ও মেয়ে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

শনিবার দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বলেন, গত (২৬ নভেম্বর) বৃহস্পতিবার আলাদা দুটি জামিনের আবেদন হাতে পেয়েছি। একটিতে সেলিনা ইসলাম ও তার মেয়ের আবেদন। অপরটিতে সেলিনা ইসলামের বোন জেসমিন প্রধানের আবেদন।

এদিকে অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল।

এর আগে, গত ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।