মিরর বাংলাদেশ : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে এদেশের মেধাবী ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করার জন্য পাকিস্তানকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। একই সাথে দ্রুত বুদ্ধিজীবী হত্যকারী পাকিস্তানীদের চর এদেশীয় রাজাকার-আল বদরদের বিচার সম্পন্ন করতে সরকারের কাছে দাবি জানিয়েছে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠন নেতৃবৃন্দ এ দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সংসদের আহ্বায়ক মোবারক হোসেন জয়, সদস্য আবু আল ইমরান, আব্দুল্লাহ আল মামুন শাকিল, মোস্তফা কামাল রনি, আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য নীলনকশা অনুযায়ী বেছে বেছে সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিজ নিজ বাসভবন থেকে ধরে নিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে দখলদার পাকিস্তানিরা। মুক্তিযুদ্ধ চলাকালে ৩০ লাখ বাঙালিকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে ২ লাখ মা-বোনকে। তাদের সহযোগিতা করে এদেশীয় রাজাকার, আলবদর ও আস শামস। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য পাকিস্তানকে অবশ্যই শহীদ পরিবার ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
বক্তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগেই বুদ্ধিজীবী হত্যার বিচার সম্পন্ন করে শহীদ পরিবারগুলোকে স্বস্তি দিতে ও জাতিকে কলংকমুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।