মর্মান্তিক

450

রিপন মাহমুদ আকাশ :

নারায়ণগঞ্জের বন্দরে পুকুর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে মদনপুর লাওসার এলাকায় এ ঘটনা ঘটে৷

পুলিশ জানায়, শিশুটির মাথায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে৷ এটি একটা হত্যাকান্ড৷ থানায় মামলার প্রস্তুতি চলছে৷

নিহত শিশুর নাম আরাফাত (৯)৷ সে বন্দর উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলাম (মনা) এর ছেলে।

শিশুটির স্বজনরা জানায়, গত ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি৷ তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়েছিল।পরবর্তীতে শুক্রবার সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম, ধামগড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল হক৷

পরিদর্শক আজিজুল হক জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে৷ হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়ার ধারণা করা হচ্ছে৷ থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন৷

তিনি আরও বলেন, পরিবারের লোকজনের সন্দেহের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী এক যুবককে থানায় আনা হয়েছে৷ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে৷