নামাজরত অবস্থায় মারা গেলেন রায়পুরের বৃদ্ধা মাহমুদা খাতুন

958

মিরর বাংলাদেশ: নামাজরত অবস্থায় মারা গেলেন লক্ষীপুর জেলার রায়পুর থানার পশ্চিম বামনী এলাকার ধার্মিক মাহমুদা খাতুন (৮০) । রাজধানীর গুলশানের ভাটারা পুত্র আবু বকর সিদ্দিকের বাসায় সোমবার আছরের নামাজ আদায় কালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাহি রাজিউন।

মঙ্গলবার সকাল ১০টা স্থানীয় মসজিদের জানাযা শেষে মাহমুদা খাতুনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পশ্চিম বামনি ২নং ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের স্ত্রী মরহুমা মাহমুদা খাতুন ৪ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমা মাহমুদা খাতুনের পুত্র পেট্রোকেম বাংলাদেশ লিমিটিডের পরিবহন শাখায় কর্মরত আবু বকর সিদ্দিক মিরর বাংলাদেশকে জানান, সোমবার আছরের নামাজ আদায় কালে হঠাৎ করে নামাজ রত অবস্থায় মৃত্যুর মুখ ঢলে পড়েন তার মা মাহমুদা। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, তার মা মাহমুদা বেগম অত্যন্ত ধার্মিক ছিলেন। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন  আবু বকর সিদ্দিক।