শরীয়তপুরে যুবলীগের কেন্দ্রীয় নেতা সাংবাদিক আজমের শুভেচ্ছা বিনিময়

421

মিরর বাংলাদেশ : শরীয়তপুরের ডামুড্যা উপজেলা যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আজম।
শুক্রবার সকালে ডামুড্যা উপজেলা যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন, সলামপুর ইউনিয়ন সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আমিন উদ্দিন ঢালী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, ডামুড্যা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, যুববান্ধব নেতা শফিকুল ইসলাম শামিম, সহ-সভাপতি গোলাম মাওলা রতন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম মাদবর, ডামুড্যা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান নাহিদ , ডামুড্যা উপজেলা যুবলীগ সদস্য দেলোয়ার সরদার, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সরদার, সিনিয়র সহ সভাপতি টিটু খান, রুহুল আমিন, উজ্জল খান, যুগ্ন সাধারণ সম্পাদক বাদল সরদার , রাজিব ,

সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মাদবর , ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক চান মিয়া, উপজেলা যুবলীগ নেতা অরিন ইসলাম, সজল, রুবেল সিকদার, জিয়ারুল হক, শফিক সরদার, জাকির, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিহাদ হোসেন, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান জিএম প্রমুখ।
মতবিনিময় শেষে সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদুজ্জামান আজম।