সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা

373

রিপন মাহমুদ আকাশ , নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে ৫টি বাড়ির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার বলেন, অভিযান চালিয়ে অবৈধ বহু সংযোগের প্রমাণ পাওয়া গেছে। তিতাস আইন ২০১০ অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগকারীকে ১ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড প্রদানের বিধান থাকলেও করোনা পরিস্থিতির কারণে মানবিক দিক বিবেচনা করে ৫ টি বাড়ির মালিককে অর্থদন্ড দিয়ে সতর্ক করা হয়েছে। সংশোধন না হলে আইন অনুযায়ী ব্যবস্থা দেয়া হবে।
নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদা মাসুম জানান, একদিনে অভিযান শেষ করা যাবেনা। যেসব বাড়িতে বৈধ সংযোগ আছে। তারাও অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা ব্যবহার করছে। তাই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডেপুটি ম্যানেজার আরিফ মোঃ বাবু, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, সহকারী কর্মকর্তা মোঃ গাজী, টেকনিশিয়ান আবুল খায়ের প্রমূখ।