ক্র্যাব সভাপতি মিজান মালিকের জন্মদিন উদযাপন

502

মিরর বাংলাদেশ :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিকের জন্মদিন উদযাপন করা হয়েছে ।
শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বাগানে ক্র্যাবের আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কোষাধ্যক্ষ দীপ আজাদ,ক্র্যাবের সহ সভাপতি নিত্য গোপাল ‍তুতু, সাধারন সম্পাদক আলাউদ্দিন আরিফ,সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বিকু, রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি মহিউদ্দিন আহমেদ , সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ,

ক্র্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান ,অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খান,তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান,আন্তর্জাতিক সম্পাদক রুদ্র রাসেল কার্যনির্বাহী সদস্যকাজী জামশেদ নাজিম ,সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ, শফিক শাহীন, নদিয়া শারমিন,ডিআরইউর সাবেক আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমনসহ ডিআরইউ ও ক্র্যাবের অন্যান্য সদস্যার উপস্থিত ছিলেন।
এদিকে সিনিয়র সাংবাদিক মিজান মালিকের জন্মদিনে দিনভর ফুলেল শুভেচছা এবং মোবাইলে ফোন করে, ক্ষুদেবার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান তার শুভাকাঙ্খিরা।