মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদের উদ্যোগে চক্ষু সেবা

438

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ : মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লা লাকি বাজার এলাকায় বিনামূল্যে শতাধিক চক্ষুরোগীকে চক্ষু সেবা দিয়েছে। 

শুক্রবার   ফতুল্লা লাকি বাজার এলাকায় অরাজনৈতিক সংগঠন মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে হাজীম্যানশন ১১২/এ লাকি বাজার সংগঠনের নিজ কার্যালয়ে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কলিমুল্লাহ ভ্যানডার,মেঘনা সাতানি মোহাম্মদ আলী মিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং উক্ত সংগঠনের উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব আব্দুর রহিম, আহসান উল্লাহ মেম্বার, হযরত মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরী, সলিমুল্লাহ, দুলাল মাহাজন, ওয়াজ উদ্দিন,হাবিব গাজী, হারুন মিয়া।

আরো উপস্থিত ছিলেন সুমন, দুঃখু মিয়া নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের এ্যাসিষ্ট্যান্ড মেডিকেল অফিসার এইচএম গোলাম মোস্তফা ও মার্কেটিং ম্যানেজার মোঃ মামুন হোসেন, ক্লাব সহ সভাপতি মোঃ সানাউল্লাহ ও মোঃ নূর হোসেন।।