ক্ষমতা পরিবর্তন নয়, দেশ ধ্বংসের খেলা হচ্ছে : শামীম ওসমান

494

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জৈর মেয়র আই্ভীর দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘তিন, চার দিন যাবত একই মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজকে (শুক্রবার) নারায়ণগঞ্জ শহরে দেখলাম হুজুররা ক্ষেপছে। আরেকদিন দেখি হিন্দুরা ক্ষেপছে। এখন যদি আমিও কিছু বলি, তাহলে জিনিসটা খারাপ দেখায়। সবই ঠিকই হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতে কয়েকটা দিন সময় আছে। অবশ্যই একদিন সুন্দর হবে সবকিছু’।
শুক্রবার বিকেলে ফতুল্লা ওসমানী ষ্টেডিয়ামে আরজিয়ার ওসমান চ্যালেঞ্জকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলায় বন্ধন ফুটবল কোচিং সেন্টারকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় বন্দরের সিরাউদ্দৌলা ক্লাব।
শামীম ওসমান বলেন, ‘একটা মানুষকে দরকার তার জন্য দোয়া করবেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিকে নোংরা খেলা হচ্ছে, দেশকে ধ্বংস করার খেলা হচ্ছে। ক্ষমতার পরিবর্তনে নয়, দেশ ধ্বংসের খেলা হচ্ছে। আফগানিস্তানের মতো করতে চাইছে তারা।
তিনি বলেন, বিদেশ থেকে শত শত কোটি টাকা প্রবেশ করছে। এর মধ্যে আমাদের মধ্যে এবং দেশের বাহিরের লোকও আছে। আমার সময় হয়ে গেছে ৫-১০ বাঁচবো বয়স হয়ে যাবে। পরবর্তী জেনারেশন তাদের জন্য ভালো রাখতে হবে। দেশকে ঠেকিয়ে রাখার জন্য একজনকে লাগবে প্রধানমন্ত্রীকে। তিনি নিজের স্বপ্নকে জলাঞ্জলী দিয়ে বাবার স্বপ্ন বাস্তবায়ন করছেন’।
শামীম ওসমান বলেন, ‘করোনা কমলে সব শ্রেণী পেশার মানুষ নিয়ে বসবো। ৯৮ থেকে শুরু করেছি কাজ। আমরা যখন শিশু মাতৃকল্যাণ সংস্থা করি, তখন স্পটে প্রধানমন্ত্রীকে বলেছিলাম, নারায়ণগঞ্জে হাসপাতাল দেয়ার জন্য। আরপি সাহার আমাদের সম্পর্কের মাসি জয়ত্রী উনারা রাজি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তন হলো। বর্তমানে তারা মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউট করছেন, পরশু দিন প্রধানমন্ত্রী ওপেনিং করবেন। আমি খুশি বাকি সব কাজও চলে এসেছে। আমাদের সরকারী মেডিক্যাল কলেজ দরকার। বিশ্ববিদ্যালয় চলে এসেছে। যে কাজ এসেছে সেগুলো যাতে সঠিক ভাবে হয়। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি তা না দেখে, সবাই মিলে যদি একসাথে বসতে পারি, নারায়ণগঞ্জ ঢাকার চেয়ে ইমপরটেন্ট শহরে পরিণত করতে পারবো’।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে
অনুষ্ঠানে জেলা মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, নীট কনসার্ণ গ্রুপের পরিচালক জাহাঙ্গীর আলম মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।