রিপন মাহমুদ আকাশ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাও মেঘনা টোলপ্লাজা থেকে অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ পাঠান এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিল্টন হোসেনের আদালতে পুলিশ অস্ত্র ও মাদকের দুইটি মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত দুইটি মামলায় প্রত্যেকের দুই দিন করে চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশী পিস্তল ও ২শ’ ৪০ বোতল ফেন্সিডিল, দুটি হ্যান্ডকাপসহ এসআই কায়কোবাদ পাঠান ও তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র ্যাব-৩।
পরে র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। সেই মামলায় মঙ্গলবার সকালে এসআই কায়কোবাদসহ তিন আসামীকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
র ্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকা থেকে র্যাব-৩ এর একটি দল সোমবার ভোরে তাদের আটক করে র্যাব। পরে রাতে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতাররা হলেন, পুলিশের উপপরিদর্শক ( এসআই) কায়কোবাদ পাঠান (৩০) তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)।কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে একই জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্বরত ছিলেনতিনি৷
গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সাদা মাইক্রোবাস থামিয়ে তল্লাশী চালায়। এ সময় মাইক্রোবাসে ২টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি, দুটি হ্যান্ডকাফ ও ২৪০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করে র্যাব। তিনজনকে আটকের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ এসআইসহ তিনজনকে গ্রেফতারের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।