ইবাদতে মশগুল মুসল্লীরা,পালিত হচ্ছে পবিত্র শবেবরাত

405

মিরর বাংলাদেশ:

সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ রাতটি ভাগ্যরজনী হিসেবে পরিচিত। মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নফল এবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আসকারের মধ্য দিয়ে রাতটি পালন করা হয়ে থাকে। শবে বরাতের রাতে মসজিদে মসজিদে হচ্ছে বিশেষ মোনাজাত।

মোনাজাতে মহামারি করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হচ্ছে ।