ধর্ষনে সাত মাসের অন্তঃসত্বা তরুনী,আত্মগোপনে লম্পট

421

মিরর নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রেমিকের ধর্ষণে গার্মেন্টকর্মী এক তরুনী সাত মাসের অন্তঃসত্বা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ওই তরুনীর অভিযোগে লম্পট প্রেমিকের বিরুদ্ধে মামলা গ্রহন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। আত্মগোপনে থাকা লম্পট প্রেমিকের নাম সোহাগ (৩৩)। সে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ফতেহপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, ফতুল্লার শাসনগাও বিসিক এলাকায় একটি হোসিয়ারী কারখানায় কাজ করেন ওই তরুনী। পাশের আরেকটি কারখানায় কাজ করেন সোহাগ(৩৩)। এতে তাদের মধ্যে পরিচয় ও প্রেম ভালোবাসা হয়। আর এ ভালোবাসায় তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় একাধীকবার ধর্ষন করেছে সোহাগ। সর্বশেষ গত বছরের ২০ আগষ্ট বিকাল ৩টায় ওই তরুনীর ধর্মগঞ্জের ভাড়া বাসায় গিয়ে সোহাগ ধর্ষন করে। এরপর বিয়ের জন্য তাগিদ দিলে সে অস্বীকার করে আত্মগোপন করেছে। এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মামলা গ্রহন করা হয়েছে। আসামীকে গ্রেফতারে পুলিশের একটি টিম কাজ করছে।