শরীর গঠন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সায়মন

363

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ডিপ্লাস চিসিম বডি বিল্ডার সায়মন এখন সুপরিচিত। ৬৫ কেজি ওজনের টগবগে এই তরুণ সায়মনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সস্তাপুর গাবতলা এলাকায়। তার বাবার নাম জামাল প্রধান। ৩ ভাইয়ের মধ্যে সায়মনই বড়। নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এবছর এইচএসসি পাশ করেছেন। বর্তমানে ফতুল্লার ন্যাক্সাস জিম ব্যায়ামাগারে প্রশিক্ষন নিচ্ছেন।

সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠে শরীর গঠন প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলার শ্রেষ্ঠ হয়েছে। পেয়েছেন প্রথম পুরুস্কার হিসেবে গোল্ড মেডেল, সার্টিফিকেট ও ১৫ হাজার টাকা। বয়ে এনেছেন সস্তাপুর প্রধান বংশের সুনাম।

২৫-২৬ মার্চ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বডি বিল্ডার প্রতিযোগিতায় জেলা জিম মালিক সমিতির সভাপতি আশরাফ খান পলাশ ও সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ পুরুস্কার সায়মনের হাতে তুলে দেন।

সায়মন বলেন, শরীর গঠন প্রতিযোগিতায় অংশ নিয়ে গোল্ড মেডেল জেতা এটাই প্রথম। প্রতিযোগিতায় অংশ নেওয়াটাও প্রথম। প্রতিযোগিতায় প্রথম অংশ নিয়েই প্রথম হলাম। তা-ই অনুভূতিটা বেশ ফুরফুরে। এমনিতেও প্রথম কিছুর অনুভূতি একটু আলাদাই থাকে।