অকালে চলে গেলেন রায়পুরের রাসেল হাওলাদার

530

মিরর বাংলাদেশ :

লক্ষীপুর জেলার রায়পুরের রাখালিয়া হাওলাদার হাট এলাকার বকশীহাওলাদার বাড়ির মন্টু হাওলাদারের পুত্র ইসমাইল হোসেন রাসেল হাওলাদার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাইহি রাজিউন।

হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত ১০টা ৫০মিনিটে ঢাকায় মারা যান তিনি। রাসেল লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলাইমান রুবেল বাবুর ছোট ভাই।

বুধবার বাদ যোহর হাওলাদার হাট জামে মসজিদে রাসেলের জানাযা  শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে রাসেলের অকাল মৃত্যুতে শোকাভিভূত লক্ষীপুরের মানুষ। একমাত্র ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সুলায়মান রুবেল।

রাসেলের অকাল মৃত্যুতে  ব্যবসায়ি,রাজনেতিক দলের নেতা ও বিশিষ্টজনরা শোক জানিয়েছেন।