আবদুল গাফফার চৌধুরীর কফিনে ডিআরইউ’র শ্রদ্ধা

290

মিরর বাংলাদেশ :

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের অমর গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ।

শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাযা শেষে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কার্যনির্বাহী কমিটি।

এ সময় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সুশান্ত কুমার সাহা, মো: আল-আমিন ও এসকে রেজা পারভেজ উপস্থিত ছিলেন।

ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরীও এতে অংশ নেন।

১৯ মে, বৃহস্পতিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। আজ শনিবার বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছে।

এর আগে আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুর পর এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে ডিআরইউ।