আল্লামা ইকবাল সাহিত্য পদক পেলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক-সংগঠক গাজী গিয়াস উদ্দিন

261

মিরর বাংলাদেশ :

কবি ও সাহিত্য সংগঠক, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক এবং মাসিক বাংলা আওয়াজ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন পেলেন আল্লামা ইকবাল সাহিত্য এওয়ার্ড।

বৃহস্পতিবার ( ৩০ মে ২০২৪) আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি ঢাকা পুরানা পল্টন ফারস হোটেল মিলনায়তনে আল্লামা ইকবাল ও কাজী নজরুল ইসলাম এর কবিতায় সম্প্রীতি শীর্ষক এক সেমিনারে উক্ত এওয়ার্ড প্রদান করা হয়। সাহিত্য ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ এ এওয়ার্ড দেয়া হয়।

এ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশস্থ পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামাল আব্বাস। সোসাইটির সভাপতি বিশিষ্ট কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, কবি আসলাম সানী, সাবেক নির্বাচন কমিশন সচিব মো. জাকারিয়া, মেজর জেনারেল অব: এহতেশামুল হক ও ড. মো. খালিকুজ্জামান প্রমুখ।

সেমিনারে ইকবাল ও নজরুল রচিত সংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট শিল্পীবৃন্দ।