এ্যাড রিতার মৃত্যুতে শোক সভা করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির

341

মুহাম্মদ :ইউসুফ আল আজিজ :

না. গঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো.হাসান ফেরদৌস জুয়েলের স্ত্রী এ্যাড.সৈয়দা ওয়াহিদা আহমেদ রিতার মৃত্যুতে শোক সভা করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।

রোববার (২এপ্রিল) দুপুর  ১২ টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জেলা বারের সাবেক বর্তমান নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির সাধারণ সদস্য ও তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মীগন।

আইনজীবী সমিতির মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনে অনুষ্ঠিত হয়, শোক সভার আলোচনায় তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নিয়ে এড. হোসনে আরা বাবলি বলেন আমার দেখা এক মহিয়সি নারি, আইনঙ্গ,সফল মা, গুনী এক সহকর্মী কে আমরা হারালাম,

সাবেক সভাপতি এড. আনিসুল ইসলাম দিপু বলেন, রিতা ছিলো আমার ছোট বোনের মতো এবং গুনি আইনজীবী। সভায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়,এবং মরহুমার আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।