ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩ দ্বিতীয় দিন অতিবাহিত

239

মিরর বাংলাদেশ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় দেশের ৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩’।

বৃহস্পতিবার (১২, অক্টোবর) টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। গতকালের মতো আজও মোট ১১টি ম্যাচ হয়। দিনের বেশ কিছু ম্যাচ তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়। টুর্নামেন্টে প্রথমবারের মতো হ্যাটট্রিকের ঘটনাও ঘটে।
চ্যানেল ২৪ এবং সারাবাংলার মধ্যকার ম্যাচ দিয়ে দ্বিতীয় দিনের খেলার সূচনা হয়। তবে চ্যানেল ২৪- এর খেলোয়াড়রা মাঠে না আসায় সারাবাংলা ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে। পরের ম্যাচে মুখোমুখি হয় এটিএন নিউজ ও জিটিভি। ম্যাচটি ২-০ তে জেতে এটিএন নিউজ। ম্যাচসেরা হন জয়ী দলের সাব্বির আহমেদ।
তৃতীয় ম্যাচটি আমাদের অর্থনীতির বিরুদ্ধে একতরফা খেলে ৪-০ গোলের ব্যবধানের বড় জয় নিয়ে আনন্দে মাঠ ছাড়েন বাংলাদেশ প্রতিদিনের খেলোয়াড়রা। দারুণ নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশ প্রতিদিনের শফিকুল ইসলাম সোহাগ। দিনের চতুর্থ ও পঞ্চম ম্যাচটি ওয়াকওভারে নিষ্পত্তি হয়। এশিয়ান টিভির খেলোয়াড়রা মাঠে না আসায় ওয়াকওভার পায় মাঠে উপস্থিত থাকা জনকণ্ঠের ফুটবলাররা। পরের ম্যাচে যমুনা টিভিও ওয়াকওভার পেয়ে পরবর্তী রাউন্ডে পা রাখে। যমুনা টিভির প্রতিপক্ষ ছিল ঢাকা মেইল।
ডিআরইউ ফুটবল মিলনমেলায় এর পরের ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বীতায় ঠাসা। ঢাকা পোস্ট এবং বিটিভির মধ্যকার এ ম্যাচটির ফলাফল টাইব্রেকারে নিষ্পত্তি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ঢাকা পোস্ট। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের গোলরক্ষক সিরাজুল ইসলাম সিরাজ।
দিনের সপ্তম ম্যাচে একক নৈপুণ্যের ঝলক দেখতে পান মাঠে উপস্থিত দর্শকরা। দৈনিক সময়ের আলোর বিরুদ্ধে হ্যাটট্রিকসহ ৫ গোল করে একাই দলকে বড় জয় এনে দেন বাংলাভিশনের ইমরুল কায়েস। দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। দিনের অষ্টম ম্যাচে আরটিভির বিরুদ্ধে মাইনুল হাসান সোহেলের দেয়া একমাত্র গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে দৈনিক ইনকিলাব।
দলকে টানা দ্বিতীয় জয় এনে দেয়ার পাশাপাশি টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে সকলের প্রশংসা কুঁড়ান দৈনিক আমাদের সময়ের আসাদুর রহমান। গতকাল প্রতিদিনের বাংলাদেশকে হারানো দলটি আজ জেতে বাংলানিউজের বিরুদ্ধে। হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দেন আমাদের সময়ের আসাদ।
দিনের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হয় একাত্তর টিভি ও সমকাল। ম্যাচটি ১-০ গোলে জেতে একাত্তর টিভি। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের হাবিব রহমান। এরপর জাগো নিউজ ও আজকের পত্রিকা মাঠে নামে। ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে জয় পায় জাগো নিউজ। ম্যাচ সেরা হন জয়ী দলের মনিরুজ্জামান উজ্জ্বল।
ম্যাচগুলো উপভোগ করেন, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ , কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত ও ইসমাঈল হোসাইন রাসেল।