মিরর বাংলাদেশ :
সরকারের অতিরিক্ত সচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ কোভিড-১৯ এ (করোনা) আক্রান্ত হয়ে
মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার ভোর সোয়া টা রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনসহ তার ব্যাচমেট ও শুভানুধ্যায়ী বেশ কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. এ কে এম রফিক আহাম্মদ বিসিএস প্রশাসন ক্যাডারেরদশম ব্যাচের কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুুগ্ম সচিব এ এস এম জাকির হোসেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ-এর মৃত্যুর খবরটি জানিয়ে সকালে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।। গতকাল শুক্রবার তিনি আরেকটি স্ট্যাটাসে লেখেন,’ পরিবেশ অধিদফতরের মহাপরিচালক কোভিড১৯ এ আক্রান্ত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। আজ শুক্রবার বাদ আছর ঝুমে তার সুস্হতা ও ফোরামের অন্যান্য সদস্য যারা অসুস্হ আছে তাদের সুস্হতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে ।’
আইসিটি বিভাগের আরেক যুগ্ম সচিব মো. আখতারুজ্জামান পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ এর
মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তার বাড়ি চট্টগ্রামে।