মিরর বাংলাদেশ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দফতর সম্পাদক ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাফর ইকবালের মা হোসনে আরা বেগম (৬৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাইহি রাজিউন।
শুক্রবার ভোরে ফেনী জেলার দালিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের (কালিম উদ্দীন মুন্সিবাড়ি) নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ঘুমের মধ্যেই তিনি ইন্তেকাল করেন।
মরহুমা হোসনে আরা বেগম ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে পরিবারিক কবরস্থানে সাংবাদিক জাফর ইকবালের বাবা মরহুম এবিএম ইয়াহিয়ার (বাহার) এর কবরের পাশে মা হোসনে আরা বেগমকে দাফন করা হবে।
উল্লেখ্য ২০১৬ সালের ২৭ মে শুক্রবার দিবাগত রাত ১১টায় জাফর ইকবালের বাবা এবিএম ইয়াহিয়ার (বাহার) মারা যান।
এদিকে মরহুমা হোসনে আরা বেগমের মৃত্যুতে
মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মরহুমার জন্য দোয়া এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এ কামনা করা হয়।