ডিইউজের সিনিয়র সহসভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই

320

মিরর বাংলাদেশ :
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিষ্ট এম এ কুদ্দুস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

শনিবার  সকালে স্ট্রোক করে তিনি মারা যান। সাড়া জাগানো অনেক কার্টুন একেঁছেন কুদ্দুস। দৈনিক ইত্তেফাক ও সংবাদে তার আকা কার্টুন বেশি ছাপা হয়।।

এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান এম এ কুদ্দুস।

এম এ কুদ্দুসের জন্ম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। তিনি সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাকসহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, এম এ কুদ্দুস ঘুমের মধ্যে মারা গেছেন বলে শুনেছি। আজ বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়

দৈনিক সংবাদে গত ৩ জুলাই কাঁচা মরিচের দাম নিয়ে এম এ কুদ্দুসের আঁকা একটি কার্টুন প্রকাশিত হয়। এটিই ফেসবুকে তিনি সর্বশেষ শেয়ার দিয়েছিলেন।

পত্রিকায় কার্টুন এঁকে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে শোক জানিয়েছেন।

এম এ কুদ্দুসের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দারসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।