নরসিংদীতে ইউপির নুতন ভবন উদ্ভোধন নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ সভা

836

মিরর প্রতিনিধি, নরসিংদী :

নরসিংদীর জেলার বেলাব উপজেলা ৮নং চর উজিলাব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নব নির্মিত ভবন উদ্বোধনকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছে পুরো গ্রাম। ঘটনার সূত্রপাত কমপ্লেক্স ভবনের জন্য দেয়া দানকারি জমিদাতাকেই উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতপত্রে দেয়া হয়নি নাম। এ ঘটনায় জমিদাতাকে বঞ্চিত করায় ক্ষুব্ধ ইউনয়িনবাসি ও স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা পুরো গ্রামে স্লোগান দিয়ে মিছিল করেছে। মিছিলে আগে কমপ্লেক্স ভবনের সামনে শুক্রবার প্রতিবাদ সভা ও মানববন্ধন করে বক্তব্য রাখেন ক্ষুব্ধ নেতা কর্মী ও সাধারণ গ্রামবাসি।

জানা গেছে, শনিবার সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ নব নির্মিত ভবনটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করার কথা রয়েছে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির। কিন্তু উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জমিদাতা হিসেবে বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য অহিদুল হক আসলাম সানী (সিআইপি)এর নাম দাওয়াত পত্রে না থাকায় সারা উপজেলা জুড়ে জনমনে অসন্তোষ দেখা দেয় ।

এ ঘটনায় গতকাল শুক্রবার সকাল ৯ টায় নব নির্মিত কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চর উজিলাব ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ আলকাছ মিয়া, সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জমিদাতা হিসেবে এ.এইচ আসলাম সানী (সিআইপি)র নাম দাওয়াত পত্রে না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামানকে দায়ী করে তার অপসারন দাবি করেন।
ওই সময় বক্তারা আরো বলেন, এভাবে একজন জমিদাতাকে বঞ্চিত করার পেছনে রয়েছে প্রতিহিংসার ইতিহাস। কারণ নরসিংদী ৪ বেলাব মনোহরদীতে গত জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপির নির্বাচনী প্রতিদ্বন্ধি ছিলেন অহিদুল হক আসলাম সানি । দলীয় প্রতীক না পেলেও আসলাম সানি স্থানীয় এমপির পাশে থাকেন । গত সংসদ নির্বাচনে আসলাম সানি নুরুল মজিদ হুমায়ন এমপির বিরুদ্ধে দলীয় প্রতিক চাওয়ায় তিনি ক্ষুব্ধ হন ।
তারা আরো বলেন, আসলাম সানি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এতিমখানা সহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন । এভাবে একজন মানবিক মানুষকে শুধুমাত্র প্রতিহিংসার কারণে বঞ্চিত করা আয়োজক সংশ্লিষ্ট কয়েক জনের অসুস্থ মানসিকতার পরিচয় বহন করছে।
সভা শেষে প্রতিবাদকারীদের একটি মিছিল পুরো গ্রামে প্রদক্ষিণ করে। মিছিলটি নব নির্মিত কমপ্লেক্স ভবন থেকে শুরু হয়ে করে বৈচারী এলাকায় গিয়ে শেষ হয়।