নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

631

মিরর বাংলাদেশ : ঝালকাঠির নলছিটি উপজেলার স্থায়ী বাসিন্দাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, মানবিক ও সমাজ সেবামূলক সংগঠন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনের বিষয়টি বুধবার নিশ্চিত করেন সংগঠনের সভাপতি ও মুখপাত্র এসএম রেজাউল করিম। তিনি বলেন, ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রমে কাঙ্খিত গতিশীলতা আনয়নের প্রয়োজনে, উপদেষ্টা কমিটির অনুমোদন সাপেক্ষে সংগঠনের পূর্বগঠিত কমিটির কলেবর সীমিত করে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, পুনর্গঠিত ২১ সদস্যের কমিটিতে সভাপতি এসএম রেজাউল করিমের সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. ওবায়দুর রহমান ফরহাদ। সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমানের সঙ্গে সহসভাপতি পদে আছেন ব্যারিস্টার এস এম মঈনুল করিম; সিনিয়র যুগ্ম সম্পাদক লেখক, সাংবাদিক আহমেদ আল আমীনের সঙ্গে যুগ্ম সম্পাদক পদে আছেন আতিয়ার রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মু. বাদল রশিদ খান, সহসাংগঠনিক সম্পাদক মু. আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মাহবুব হোসেন, দপ্তর সম্পাদক মু. সুমন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাজু তালুকদার, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মু. মুনিবুর রহমান জুয়েল, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাজিদ মাহমুদ শাওন, সমাজ কল্যাণ সম্পাদক মো. তরিকুল ইসলাম নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. সোহার্দো-বিন-হক (শুভ), পল্লী উন্নয়ন, কৃষি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. সাইফুল্লাহ সাইফ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম। এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন মো. খলিল, মো. সুমন হাওলাদার (শাহরিয়ার), মু. খাইরুল ইসলাম ও মু. রিয়াজ হোসেন।