নারায়ণগঞ্জের তুষারধারা হাটে নিরাপদে কোরবানীর পশু কিনছে মানুষ

79

ইউসুফ আল আজিজ : নারায়ণগঞ্জের লিংক রোড সংলগ্ন তুষারধারা কোরবানীর পশুর হাটে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নিরাপদে কোরবানীর পশু কিনে নিচ্ছে। হাটের  ইজারদার আনোয়ার হোসেন , হাট কমিটি পরিচালক নজরুল ইসলাম মাদবরসহ অন্যান্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে সুশৃঙ্খলভাবে গরুর হাট পরিচালিত হচ্ছে । ক্রেতা বিক্রেতা অনেক স্বচ্ছন্দভাবে কোরবানীর পশু কিনে বাড়িতে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে.ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড সংলগ্ন তুষারধারা এলাকায় বিশাল এলাকা জুড়ে সরকারি অনুমোদন নিয়েই প্রতিবারের মতো এবারও বসে কোরবানীর পশুর হাট। দেশের দুর দুরান্ত থেকে গরু নিয়ে বেপারীরা এহাটে আসে। এখানে নেই কোন ধরনের বিশৃঙ্খলা । নিরাপদের চলছে পশু কেনা বেচা।  সময় যতই গড়াচ্ছে ক্রেতারা সমাগম বাড়ছে এ গরুর হাটটিতে। ইজারাদার আনোয়ার হোসেনের কঠিন পরিশ্রম করে হাটে  সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় খুবই খুশ গরুর বেপারীরা।

সিরাজগঞ্জের গরু বেপারী আবদুস সামাদ জানান,ক্রেতার সমগাম বাড়ছে। কোরাবাণীর পশুর দর দাম করেছেন ক্রেতারা। দামে মিলে গেল কোরবানীর পশু কিনে নিচ্ছেন। আমার অনেক স্বস্তিতে আছি কারন ইজারাদার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করায় আমারা ভীষন খুশি।

গরুর বেপারী আসলাম জানান, এখানে অনেক নিরাপদে সঠিক দামে মানুষ কোরবানীর পশু কিনতে পারছেন। কোন ধরনের বিশৃঙ্খলা নেই।

ইজারাদার : আনোয়ার হোসেন

ইজারাদার আনোয়ার হোসেন জানান, কোরাবানীর এই হাট আমরা সরকারিভাবে অনুমোদন পাওয়ার পর সর্বপ্রথম যে ব্যবস্থা টি করেছি সেটা হলো ক্রেতা বিক্রেতার নিরাপত্তা। আমরা মনে করি মানুষে এ হাট থেকে খুবই সুলভ মুল্যে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া কোরবানীর পশু কিনতে পারছেন।