মিরর বাংলাদেশ : মূল বেতনের অর্ধেক বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছে নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরের প্রাইম টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
সকাল থেকে সৃষ্ট শ্রমিক অসন্তোষে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি। ফলে শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান করে বিক্ষোভ দেখাচ্ছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্রে জানা যায়, নন্দলালপুরের প্রাইম টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা মূল বেতনের অর্ধেক বোনাসের দাবিতে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৬টায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। পরে শিল্পাঞ্চল পুলিশের অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর অফিসার ইনচার্জ (ওসি ইন্টেলিজেন্স) বসির আহম্মেদ জানান, মূল বেতনের অর্ধেক বোনাসের দাবিতে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগদান করেনি। এখনও কিছু শ্রমিক প্রাইম টেক্সটাইল লিমিটেডের মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। কিছু শ্রমিক বাহিরে অবস্থান করছে। তবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আন্দোলনরত শমিকরা জানায়, শ্রম আইন অনুসারে মূল বেতনের অর্ধেক বোনাস দেয়ার জন্য মালিক কতৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু মালিকপক্ষ কোন সিদ্ধান্ত না দেয়ায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় অবস্থান নেয়। পরে ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ আসলে রাস্তা থেকে সরে গিয়ে কারখানার গেইটে অবস্থান নেয় সবাই। এরমধ্যে শ্রমিকদের একটি প্রতিনিধিদল মালিকপক্ষের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করছে। বৈঠকে দাবি মানা না হলে শ্রমিকরা আন্দোলনে যাবে।