নারায়ণগঞ্জে শিশুদের ভিটামিন ‘এ’ খাইয়ে ক্যাম্পেইনের উদ্ভোধন

506

মিরর প্রতিনিধি,নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিশুদের ভিটামিন ‘এ’ খাইয়ে ক্যাম্পেইনের উদ্ভোধন করেছে জেলা প্রশাসক জসিম উদ্দিন। রোববার সকালে উপজেলা কার্যালয়ের টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্ভোধন করা হয়।
উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।
সিভিল সার্জন ডা. ইমতিয়াজ জানান, পক্ষকাল ব্যাপী (২ সপ্তাহের কর্মদিবস সমূহে) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলবে। জেলার ৫টি উপজেলায় ১১২৮টি কেন্দ্রে ৬-১১ মাসের ৩৭ হাজার ৩৯৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ২লাখ ৯০হাজার ৫৮০ জন শিশুকে ২টি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।