পিবিআই নারায়ণগঞ্জ’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

288

মিরর বাংলাদেশ :

গভীর  শোক প্রকাশ এবং শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে  রোববার  জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ কর্তৃক পূর্ব নির্ধারিত সময় সকাল ০৯.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাড়া ‘বিজয় স্তম্ভ’ তে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংঘঠনের পাশাপাশি পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম এর  নেতৃত্বে  ইউনিটের সকল অফিসার ও ফোর্স স্ব-শরীরে হাজির হয়ে জাতির পিতাসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্বরণে যথাযথ সম্মান এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার পিবিআই কার্যালয়ে জাতির জনকের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।

এছাড়াও জাতির পিতাসহ তার পরিবার এবং ১৫ই আগস্টে নিহত সকল শহিদের রুহের মাগফেরাত ও কল্যান কামানা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠান শেষে অত্র অফিসের সকল অফিসার ও ফোর্সদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।