প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন রায়পুরের সেই রেনুর পরিবার

488
  • মিরর বাংলাদেশ :

অবশেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসহ অনুদান পাচ্ছেন লক্ষীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের নিহত রেনুর পরিবার। একটি জাতীয় দৈনিকে বুধবার সংবাদ প্রকাশের পর তা প্রধানমন্ত্রীর নজরে এলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বুধবার  সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকারের পক্ষ থেকে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রেনুর পরিবার বলছিলেন, তারা ৩ বছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়ার বিষয়ে অধীর আগ্রহে ছিলেন। আজ তারা খুশি।

পদ্মা সেতুতে মাথা লাগবে, এমন গুজবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তাসলিমা বেগম রেনুকে।

জানা গেছে  নিজস্ব অর্থায়নে তৈরি দেশের সবচেয়ে বড় সেতু ‘পদ্মা সেতু’। নির্মাণ কাজ শুরু করার আগ থেকেই পদ্মা সেতু নিয়ে ছিল নানা ষড়যন্ত্র। বাধাগ্রস্ত করতে ছড়ানো হয়েছিল গুজব। সেতু নির্মাণে লাগবে শিশুর মাথা। এমন গুজব ছড়িয়ে পড়ে সারাদেশে। আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। গুজবে কান দিয়ে ২০১৯ সালে সারাদেশে ২১ জন গণপিটুনির শিকার হন। প্রাণ হারান পাঁচজন। এর মধ্যে ওই বছরের ২০ জুলাই বাড্ডায় তাসলিমা বেগম রেনুর (৪০) হত্যাকান্ড ছিল সবচেয়ে আলোচিত। সন্তানকে স্কুলে ভর্তি করানোর তথ্য নিতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে মারা যান তিনি। এ ঘটনায় দায়ের করা মামলাটি এখন বিচারিক আদালতে রয়েছে। যে সেতুকে নিয়ে এত ষড়যন্ত্র, গুজব, বাধা, প্রাণহানি; সেই স্বপ্নের পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায় মাত্র। স্বপ্ন ছুঁয়ে দেখার দিনটি সন্নিকটে হওয়ায় দেশবাসীর চোখ পদ্মা সেতুর দিকে। সেতু নিয়ে গুজবের বলি রেনুর পরিবারের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অধীর আগ্রহে রয়েছেন তারাও। সব বাধা পেরিয়ে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, তাতেই গর্বিত রেনুর পরিবার।