প্রয়াত সাংবাদিক অনু’র স্মরনে ফতুল্লা প্রেসক্লাবে দোয়া

251

মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত আনিসুজ্জামান অনুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ফতুল্লা প্রেসক্লাব। রোববার বিকেলে প্রেসক্লাবে মিলাদ মাহফিল স্মরণসভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চ্যানেল 24’র ষ্টাফ রিপোর্টার  আহসান সাদিক শাওন।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মহতি অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের  সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি মোঃ সেলিম মুন্সি, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, কার্যকরি সদস্য সেলিম হোসেন  ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি কাজী আনিসুর রহমান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুল্লা মডেল প্রেসক্লাবে সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম সুজন, চেইঞ্জ ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল হক আশু, সাংবাদিক আনোয়ার হোসেন সজীব, সাদ্দাম হোসেন শুভ, শফিকুল ইসলাম প্রমুখ। এসময় মোনাজাত পরিচালনা করেন ক্বারী ওবায়েদ উল্লাহ।

উল্লেখ্য, সাংবাদিক আনিসুজ্জামান অনু ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে রাজধানীর মগবাজার হলিফ্যামিলি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসকধীন ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি কিডিনি জনিত রোগে ভুগছিলেন।