ফতুল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১জন দগ্ধ

286

মিরর বাংলাদেশ :ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নারী শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৬জনকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিশ্চিত করেছেন

রোববার দুপুর ১টায় ফতুল্লার আলীগঞ্জ বেপারি বাড়ি এলাকা রাস্তার পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ফতুল্লা থানার আলীগঞ্জের জজ মিয়া(৫৫) তার স্ত্রী শেফালী(৪৫), বাতেন(৫০),তার স্ত্রী আমেনা বেগম(৪২),পুত্র তোহা(১৪), ট্রাক চালক (৩৮),হাসিনা বেগম(৪০), আব্দুর রহমানের মেয়ে হাফসা(৬),আফসানা(২),আব্দুল মালেকর মেয়ে তাহমিনা(১৫) ও সাথী(৩৪)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলম জানান, দুপুর ১টায় রাস্তার পাশে সিলিন্ডার গ্যাস মজুদ করা ছিলো, সেখানে কিছু মানুষ হাঁটাচলা করছিলো। এমন সময় এক ব্যাক্তি সিগারেট ধরাতে গেলে বিষ্ফোরণের ঘটনা ঘটে। আমরা দগ্ধ ব্যাক্তিদের বিভিন্ন হসপিটালে চিকিৎসা সেবা দিচ্ছি, গুরুতর যারা তাদের ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আসলাম জানান,শনিবার রাতে বিপুলপরিমাণ গ্যাস সিলিন্ডার বাড়ির গলিতে মজুদ করেন জজমিয়া ওরফে বাতেন নামের একব্যাক্তি। রোববার দুপুরে পুরাতন একটা সিলিন্ডার থেকে গ্যাস অপসারণ করার সময় একব্যাক্তির সিগারেটের আগুন থেকে মূহুর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। এসময় পথচারী ও উপস্থিত লোকজন দগ্ধ হয়
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে বাতেন মিয়া একটার দিকে বড় গাড়ীর একটি পুরাতন গ্যাসের সিলেন্ডার জজ মিয়ার বাড়ীর সামনের রাস্তায় এনে রাখে। সেই গ্যাস সিলেন্ডার থেকে আজ দুপুর একটার দিকে বাতেন গ্যাস অপসারন করে সিলেন্ডারটি খালি করছিলো।এমন সময় অপর একটি গাড়ীর চালক আলম ঘটনাস্থলে এসে সিগারেট জ্বালায়। বাতাসের সাথে মিশে যাওয়া গ্যাসের সাথে সিগারেট আগুন মূহুর্তেই ছড়িয়ে পরে। এত করে উপস্থিত উল্লেখিতরা সকলেই দগ্ধ হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলম জানান, দুপুর ১টায় রাস্তার পাশে সিলিন্ডার গ্যাস মজুদ করা ছিলো, সেখানে কিছু মানুষ হাঁটাচলা করছিলো। এমন সময় এক ব্যাক্তি সিগারেট ধরাতে গেলে বিষ্ফোরণের ঘটনা ঘটে। আমরা দগ্ধ ব্যাক্তিদের বিভিন্ন হসপিটালে চিকিৎসা সেবা দিচ্ছি, গুরুতর যারা তাদের ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।