ফতুল্লা দেলপাড়া একরাতে ৩ দোকানে চুরি

641

মিরর প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

ফতুল্লার দেলপাড়া টাওয়ারপাড় এলাকায়  একরাতে ৩ দোকান চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগতরাতে অজ্ঞাত চোরের দল নগদ টাকা,মালামালসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। চোরের ব্যাপক উৎপাত বৃদ্ধিতে শংকিত ব্যবসায়ি ও বসবাসকারী লোকজন।

জানা গেছে, দেলপাড়া টাওয়ারপাড় হানিফ শেখের চায়ের দোকান, শাহ আলী সরকারের মুদি দোকান  তাসনীম ট্রেডার্স ও শাহাদাৎ হোসেনের ফার্নিচার  দোকান জোনায়েদ ফার্নিচারের  দোকানে   চুরির ঘটনা ঘটে।

তাসনিম ট্রেডার্সের মালিক শাহ আলী সরকার  অভিযোগ করেন, রাতের আধারে তার দোকানের তালা ভেঙে দোকানের ভেতরে চোর ঢুকে তেল, সাবান সেম্পু, সিগারেট ও নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী হানিফ শেখ জানান, তার দোকান চোর ঢুকে রঙ্গিন টেলিভিশন, নগদটাকাসহ প্রায় ২৫     হাজার টাকার মালামাল নিয়ে যায়।

জোনায়েদ ফার্নিচারের মালিক শাহাদাৎ হোসেন জানান, তার দোকানে চোর ঢুকে বেশ কিছু মুল্যবান যন্ত্রপাতি  নিয়ে যায় চোরের দল।

একই এলাকার ব্যবসায়ি সাগর সরদার অভিযোগ করেন,কয়েকদিন আগে রাস্তার পাশ্বে থাকা তার একটি পিক-আপ গাড়ির ৩টা ব্যাটারি খুলে নিয়ে যায় চোরেরাা। ৩ টা ব্যাটারির বাজার মুল্য প্রায় ৩০ হাজার টাকা।

চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন