ফতুল্লায় স্বামীর হাতে স্ত্রী খুন

277

মিরর বাংলাদেশ :
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে আতাউর রহমান নামে এক ব্যক্তি তার স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে ফতুল্লার শাসনগাও এলাকায় এঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিক আতাউর রহমানকে গ্রেফতার করেছে।
নিহত মমতাজ বেগম(৬০) শাসনগাও এলাকার বশির উদ্দিনের মেয়ে।
মমতাজ বেগমের চাচাতো ভাই আল মামুন জানান, আতাউর রহমানের(৪০) বাড়ি রংপুর জেলায়। সে মমতাজ বেগমের শাসনগাওয়ের বাড়িতে ভাড়া থাকতেন। আর ভাড়াথাকা কালীন সময় ১০ বছর পূর্বে প্রেম ভালোবাসায় মমতাজ বেগমকে আতাউর বিয়ে করেছে। তাদের মধ্যে আতাউরের চেয়ে মমতাজ বয়সে বেশি। এখন পর্যন্ত তাদের সংসারে কোন সন্তানাধী হয়নি। মমতাজ বেগমরা ৩ বোন ৩ ভাইয়ের মধ্যে সে চতুর্থ। বাবার সম্পত্তিতে মমজাত স্বামীকে নিয়ে বসবাস করেন।
তিনি আরো জানান, যখন টাকার প্রয়োজন হয় তখনই মমতাজের সঙ্গে আতাউর ঝগড়া করেন। গতরাতেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। সকালে ফের ঝগড়া করে মমতাজকে মারধর করে হত্যা করে সে পালিয়ে যায়। তখন পুলিশ খবর পেয়ে আতাউরকে পুলিশ গ্রেফতার করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যার অভিযোগে আতাউরকে গ্রেফতার করা হয়েছে। সে রংপুর জেলার কোতয়ালী থানার শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে। মমতাজের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানাযাবে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করবে।