বঙ্গবন্ধু কোন দলের একার নয়, তিনি সমগ্র জাতির : জিএম কাদের

412

এস এম মনির হোসেন, সোনারগাও প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান  গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,    নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

শনিবার (২৯) আগস্ট বিকালে সোনারগাঁও উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহা সচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রচারণা দেখে মনে হয় তিনি কেবলই আওয়ামী লীগের সম্পত্তি, বঙ্গবন্ধু আমাদের সকলের চেতনা। বঙ্গবন্ধু কোন দল বা ব্যক্তির নয়, তিনি সমগ্র জাতির। জাতীয় পার্টি সাংবিধানিক ভাবে প্রতি বছর বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করবে। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহা সচিব লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে কোন দলের সম্পদ হিসেবে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন ব্যক্তি বা দলের নয় তাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না বঙ্গবন্ধু সমগ্র জাতির সম্পদ। বঙ্গবন্ধু সমগ্র জাতির সম্পদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সোনারগাঁও উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী বৃষ্টি মাথায় নিয়ে অংশগ্রহণ করেন।