বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বায়রা’র নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

269

 মিরর বাংলাদেশ  বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাসার এবং মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান এর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১.০০টায় ধানমন্ডি ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।