মিরর বাংলাদেশ
বিকেএমইএর নির্বাচনে মোহাম্মদ হতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হয়েছে। গতকাল শনিবার সন্ধায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী।
দীর্ঘ এক যুগ পর বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। শনিবার রাজধানী ঢাকার বাংলামোটর ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএর নিজস্ব কার্যালয়ের দুটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৭২। এর মধ্যে দুই কেন্দ্রে ভোট দিয়েছেন ৪৩১ জন ভোটার। ভোটের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ। নারায়ণগঞ্জ জোনের ভোটার সংখ্যা ছিল ২৭২, এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন ভোটার। এই জোনে ভোট কাস্টের হার ৮৬ শতাংশ। ঢাকা জোনে ভোটার ২২৪, এর মধ্যে ভোট দিয়েছেন ১৪০ জন ভোটার। এই জোনে ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ। এছাড়া চট্টগ্রাম জোনে ভোটার ছিল ৭৬, ভোট দিয়েছেন ৫৭ জন ভোটার। চট্টগ্রাম জোনে ভোট পড়ার হার ৭৫ শতাংশ।
এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ প্রার্থী হলেও তাদের মধ্যে ৩৫ জন একই প্যানেলে রয়েছেন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিকেএমইএর বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। এই প্যানেলের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী।
তারা হলেন, বিজিএমইএর সাবেক পরিচালক ও ইয়াং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। ভোটে নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরবর্তী সময়ে বিকেএমইএর সভাপতি, নির্বাহী সভাপতি, সাতজন সহ-সভাপতিসহ ৯ জন পরিচালক নির্বাচিত হবেন। *