বেডেন পাওয়েল স্পোর্টস ক্লাবের জরুরি বৈঠক অনুষ্ঠিত

401

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ  :

১৯৯০ সালে বিশ্ব স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন লর্ড বেডেন পাওয়েল স্মিত অব গীলউয়েল এর নামে বন্দরের ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজ থেকে স্কাউট লিডার এম আখতার হোসেন এর নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠান বেডেন পাওয়েল স্পোর্টস ক্লাব(বিপিএসসি) এর প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় ক্রীড়া পদক প্রাপ্ত জাতীয় ক্রীড়া সংগঠক ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় দক্ষিণের গভর্নর জনাব কে ইউ আকসীরের সাথে গতকাল ১৯ ডিসেম্বর শনিবার সন্ধা সাতটায় নারায়নগঞ্জে তাঁর নিজ বাসভবনে বিপিএসসির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিশু সংগঠক ও সাংবাদিক এম আখতার হোসেনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে জনাব কে ইউ আকসীর বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকায় বিপিএসসির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের জন্য ফোনে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এম এ রশীদ সাহেবকে বিশেষ ভাবে অনুরোধ করেন। ফোনে এম এ রশীদ সাহেবও এ ব্যপারে বিপিএসসির কর্মকর্তাদের সাথে বৈঠকে বসতে তাঁর সম্মতি জ্ঞাপন করেন। অচিরেই বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এম এ রশীদ সাহেবের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

উল্লেখ্যঃ বেডেন পাওয়েল স্পোর্টস ক্লাব ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারী ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজের বয় স্কাউট লিডার এম আখতার হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠার পর ঐ বছরই বন্দর উপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহনের মাধ্যমে তৎকালীন বন্দর উপজেলা চেয়ারম্যান সামসুল করীমের হাত থেকে চ্যাম্পিয়ন শীপ ট্রফি ঘরে তুলেন।এরপর একাধিক বার বঙ্গবন্ধু, শেখ রাসেল ও রহমত উল্লাহ্ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন যার একাধিক টুর্নামেন্টে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবটি ২০০৮ সালে ঢাকার একটা সনামধন্য সর্ন ব্যবসা প্রতিষ্ঠান শিল্পী জুয়েলার্সের স্পনসর পেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আওতাধীন ঢাকা সিটি কর্পোরেশন পাইওনিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে রেজিষ্ট্রেশন পূর্বক ঐবছর থেকেই ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগ টুর্নামেন্টে ক্লাবটি অংশ গ্রহন শুরু করে কৃতিত্বের সাথে খেলতে শুরু করেন।বর্তমানে ক্লাবটি তার নিজস্ব একটি পরিচালনা পর্ষদের পরিচালনায় প্রতিষ্ঠাতা এম আখতার হোসেনের নেতৃত্বে বন্দরের ঢাকেশ্বরী মিলস্ স্কুল এন্ড কলেজের মাঠে কোচার সাজ্জাদ হোসেন ও সহকারী কোচার রাসেল হোসেন মামুনকে দিয়ে ফুটবল কোচিং পরিচালনা করে যাচ্ছেন। ক্লাব কর্মকর্তা মনে করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এম এ রশীদ সাহেব যদি বিপিএসসির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহন করেন, তাহলে ক্লাবটি তার আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে আরো গতীশিল হবে।