ছবি : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওলামা পরিষ্কার সভাপতি মাওলানা আবদুল আউয়াল
মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদ বৈধ ভাবে গড়ে উঠেছে এবং মসজিদের মোতাওয়াল্লী জমি ওয়াকফ করে গেছেন এমনটা দাবী করেছেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদ।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে
সংঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, মসজিদ কখনো অবৈধ হয় না, এগুলো বলা দুঃখজনক।
নারায়ণগঞ্জ ওলামা পরিষদ এই দুঃখজনক ঘটনা শহিদদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও ও সহায়তা দানের পাশাপাশি সম্পূর্ণ অসহায় পরিবারগুলাের দায়িত্ব গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়।
মাওলানা আব্দুল আউয়াল বলেন,দেশের অনেকে রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে অবৈধ জমিতে অনেক ক্লাব রয়েছে অবৈধ জমিতে এসব নিয়ে কেউ কথা বলেনা মসজিদ নিয়ে কথা বলে।
তিনি বলেন, ঐ মসজিদ বৈধ জায়গায় রয়েছে। মোতাওয়াল্লী মসজিদে জমি দান করেছেন
তিনি বলেন,আমরা জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ পাওয়া গেছে। যদি তিতাসের কারনে এ ঘটনা ঘটে থাকে তাহলে তদন্তে প্রমানিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন কাসেমী,
সাধারণ সম্পাদক, আব্দুর কাদির- সি :সহ সভাপতি, মাওলানা ফেরদাউসুর রহমান- যুগ্ম সম্পাদক ও মাওলানা মাছুম বিল্লাল- ইসা মহানগর সভাপতি।
উল্লেখ্য গত শুক্রবার এশার নামের পর মোনাজাত চলাকালে তল্লা বায়তুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন এর মধ্য মারা গেছেন ২৮ জন।