মসজিদে বিস্ফোরনে নিহতদের স্মরনে খোরশেদের দোয়া ও খাদ্য বিতরণ

400

মিরর প্রতিনিধি , নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ও করোনা ভাইরাসে সারাদেশে মৃতদের রূহের আত্মার মাগফেরাত কামনা ও বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন ও করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া মহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিকালে তল্লা বাইতুল সালাত জামে মসজিদ সংলগ্ন সর্দার পাড়ায় এ দোয়া মহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে খোরশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টিম খোরশেদের মেম্বার ইসলাহউদ্দিন, আনোয়ার মাহমুদ বকুল, মনিরুল ইসলাম সজল, রানা মুজিব, জামাল হোসেন, হোসেন সর্দার প্রমুখ। এসময় খোরশেদ বলেন, প্রতিটি জীবন যে কতটা মূল্যবান এটা যার প্রিয়জন হারায় সে বুঝে। আমরা সকলের সুস্থতার জন্য দোয়া করি এবং যারা মারা গেছেন তাদের রূহের আত্মার মাগফেরাত কামনা করছি।