যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

417

মিরর বাংলাদেশ :

সোনার বাংলার বিশ্বজয়ী মানবতার জননী মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত চার দিনব্যাপী কর্মসুচী তৃতীয় দিনে আজ রবিবার শুভেচ্ছা বৃক্ষ রোপন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ।
আজ রোববার  বেলা ১১ টায় উত্তর যুবলীগ গুলশান ওয়ান্ডার ল্যান্ড পার্কে বৃক্ষ রোপন করে। যুবলীগ চেয়ারম্যান দেশ বরেণ্য শিক্ষাবিদ শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথি ও যুবলীগ বিপ্লবী সাধারন সম্পাদক যুবরত্ন আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে দক্ষিণ যুবলীগের উদ্যোগে নন্দিপাড়া বৌদ্ধ মন্দির এলাকায় শুভেচ্ছো বৃক্ষ রোপন কর্মসুচী পালিত হয়। যুবলীগ চেয়ারম্যান ও সাধারন সম্পাদক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুবলীগের কেন্দ্রীয়, মহানগর উত্তর- দক্ষিণ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতারা উপস্থিত ছিলেন।