রায়পুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

390

মিরর প্রতিনিধি লক্ষীপুর :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে লক্ষীপুর জেলার রায়পুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে শনিবার সকাল ১০ টার দিকে  নৌকায় ছড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।  রায়পুর বড় মসজিদ এর পুকুরে মাছের অবমুক্ত করন কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন – লক্ষ্মীপুর ২ আসনের  সংসদ সদস্য ও  লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ এর স্মরণ ও আত্মার মাগফেরাত কামনায় রায়পুর পৌর আওয়ামীলীগের আয়োজনে পবিত্র কোরআন খতম, মাছের পোনা অবমুক্ত করন,
শোক সভা,দোয়া,ও এতিম,হাফেজদের মাঝে তাবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সদস্য, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক, ত্যাগী আওয়ামীলীগ নেতা  কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ । উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার , জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট মিজানুর রহমান মুন্সি, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,রায়পুর পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ,রায়পুর পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক,ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করা হয়।