ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু’র জন্মদিন আজ

556

মিরর বাংলাদেশ :

ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সিনিয়র করেসপন্ডেন্ট ও আইন, আদালত এবং সংবিধান বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু’র জন্মদিন আজ ১৭ জুন। এই দিনে তিনি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আবুল কালাম দেওয়ান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং দেড়যুগেরও বেশী সময় রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।

সাংবাদিক নাজমুল আহসান রাজু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

২০১৯-২০২০ মেয়াদে তিনি ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পেয়েছেন।

তার সাংবাদিকতা শুরু দৈনিক ইত্তেফাক, যুগান্তর, জনকণ্ঠ ও ইনকিলাবে প্রদায়ক হিসেবে। তিনি দৈনিক বাংলাদেশের খবরে নিজস্ব প্রতিবেদক, মানবজমিনে জ্যেষ্ঠ প্রতিবেদক ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

এশিয়াটি সোসাইটির কর্তৃক প্রকাশিত বাংলাদেশের বিশ্বকোষ ‘বাংলাপিডিয়া’ রায়পুর উপজেলা চ্যাপ্টারের লেখক।

তার স্ত্রী উম্মে সুলতানা সাথী একজন গৃহীনি। তাদের দুই মেয়ে।

মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু’র জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।