মিরর বাংলাদেশ : রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর আয়োজনে সরকারি কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা মঙ্গলবার (২৮ মে) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লজেসাস সভাপতি ডা মো. সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আজিম উদ্দিন।
লজেসাস যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আবৃত্তিকার আসাদুল ইসলাম শ্রাবণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহি সানি ও সহযোগী অধ্যাপক মো. শাহজাহান।আলোচনায় অংশ নেন লজেসাস সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী মাহবুবুল বাসার ও মোশাররফ হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য কবি হাসিনা আক্তার।উপস্থিত ছিলেন লজেসাস সহ সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রাজীব হোসেন রাজু, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম ভুঁইয়া,ফারহানা আক্তার দৃষ্টি, তাহসীন আহসান ও মো.হাসান উদ্দিন প্রমুখ।
কলেজ উপাধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, নজরুল বিদ্রোহী প্রেমের ও মানবতার কবি।রবীন্দ্রনাথ বিশ্বকবি ও মানবতার কবি। সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর অবদানকে প্রশংসনীয় আখ্যা দিয়ে তিনি এ সংগঠনের প্রতি ধন্যবাদ জানান।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও নজরুল – রবীন্দ্র সঙ্গীত বিষয়ে পৃথক পৃথক প্রতিযোগিতায় কলেজের ২৫ জন শিক্ষার্থী অংশ নেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দুর্যোগ উপেক্ষা করে অনুষ্ঠানে অনেক সাহিত্য সংস্কৃতি আমোদী শিক্ষক শিক্ষার্থী ও প্রতিযোগী অংশ নেন।