শাহীন কাওসারকে সংবর্ধনা দিলো ঢাকা সাংবাদিক ফোরাম

516

মিরর বাংলাদেশ : ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক পদে শাহীন কাওসার বিজয়ী হওয়ায় সংবর্ধনা দিয়েছে ঢাকা সাংবাদিক ফোরাম। শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাগিচা রেষ্টুরেন্টে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়। সংগঠনের সভাপতি শামীম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সহ-সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা সাংবাদিক ফোরাম অতি অল্প সময়ের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। তাদের ভ্রাতৃত্ববোধ দেখে আমরা সত্যিই অভিভূত হয়েছি। দেশের সকল ক্রান্তিলগ্নে ও মানবতার কল্যাণে এগিয়ে আসবে ঢাকা সাংবাদিক ফোরাম। সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে, সকল দল ও মতকে প্রাধান্য দিতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি লাবণ্য ভূঁইয়া, বরুণ ভৌমিক নয়ন, রাশিম মোল্লা, মাসুদ রানা, লিটন মাহমুদ, আতিকুর রহমান প্রমুখ।